115
আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বি ডিভিশনে প্রথম বারের মতো লড়াই করবে রাজধানীর শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা।সেই লক্ষ্যে তৈরী করা হয়েছে ফুটবল দল। বুধবার উমাকান্ত মাঠে হয় বার পুজা। এবছর দল নিয়ে সম্পূর্ণ আশাবাদী কোচ ও ক্লাব কর্তারা। দলের কোচ জানান এই বছর শক্তিশালী দল গঠন করা হয়েছে। দলে সমগ্র ত্রিপুরা রাজ্যের খেলোয়াড় রয়েছে। দলের খেলোয়াড়রা ঠিক ভাবে খেললে দর্শকদের ভালো খেলা উপহার দিতে পারবে এবং দলও সাফল্য পাবে। অন্যান্য দলের তুলনায় এইবার ঐকতান যুব সংস্থার দল ভালো হয়েছে। দলে মোট ২০ জন খেলোয়াড় রয়েছে। এখন দেখার বি ডিভিশনে প্রথম বারের মতো অংশ নিতে যাওয়া দল কেমন সাফল্য পায়।