আগরতলা : ১১ টি মোবাইল, নগদ অর্থ ও চুরির মাল সহ চার চোরকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিস। বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিস আধিকারিক জানান ২৭ সেপ্টেম্বর বাদল চক্রবর্তী নামে ভাটি অভয়নগর এলাকার এক বাসিন্দা পশ্চিম আগরতলা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেন দিনের বেলায় চোরেরা ওনার ঘর থেকে মোবাইল ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। ঘটনার তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ বুধবার চার জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১১ টি মোবাইল, একটি স্কুটার, নগদ ৫ হাজার টাকা ও ঠাকুর ঘরের বাসন উদ্ধার হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গেছে স্কুটারটি ব্যবহার করে তারা আগরতলা শহরে মোবাইল ছিতাই ও চুরির ঘটনা সংগঠিত করতো। ধৃতরা হল শাহিদ মিয়া, অমৃত রায়, দেবাসিষ সরকার ও রাকেশ দাস। তাদেরকে রাজধানীর আরালিয়া, বর্ডার গোল চক্কর সহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক।
১১ টি মোবাইল, ১ টি স্কুটার, নগদ অর্থ ও চুরির মাল সহ চার চোরকে গ্রেপ্তার করল পশ্চিম আগরতলা থানার পুলিস
20