আগরতলা : সম্প্রতি দেশ জুড়ে জিএসটি-র নয়া স্লেপ লাগু হয়েছে। এই নিয়ে শুক্রবার বিজেপির ১০ টি সাংগঠনিক জেলায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান জানান ২০১৭ সালের পূর্বে দেশে বিভিন্ন ক্ষেত্রে পৃথক পৃথক প্রত্যক্ষ ও পরোক্ষ করের ব্যবস্থা ছিল। জিএসটি লাগু হওয়ার পর মানুষ বিভিন্ন করের হাত থেকে রক্ষা পায়। কারন সকল কর গুলিকে এক সাথে করে সরলীকরণ করা হয়েছে। ২০১৭ সালের ১ জুলাই দেশ জুড়ে জিএসটি লাগু হয়। তার জন্য দেশের সকল অংশের মানুষ দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। সম্প্রতি জিএসটি-র ৪ টি স্লেপ থেকে কমিয়ে ২ টি স্লেপ লাগু করা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি-র নয়া দুইটি স্লেপ লাগু হয়। এতে দেশের মানুষের মাথার উপর বোঝা অনেক হ্রাস পেয়েছে। বিশেষ করে নিম্ন বিত্ত, মধ্যবিত্তরা উপকৃত হবে।
জিএসটি লাগু করার জন্য দেশের মানুষ ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীকেঃনবাদল বনিক
20