আগরতলা : প্রি-বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের তদন্ত দাবি করল প্রদেশ যুব কংগ্রেস। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন যুব কংগ্রেস ও কংগ্রেস নেতৃত্ব।যুব কংগ্রেসের নেতা শাহজাহান অভিযোগ করেন, ঘটনায় এখন পর্যন্ত রাজ্য সরকার কিংবা শিক্ষা দপ্তর প্রাথমিক ভাবে একজনকেও তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করতে পারেনি। এই প্রশ্ন পত্র ফাঁসের পেছনে কারা দায়ী, কাদের মদতে এসব হয়েছে –এসবের তদন্ত করে খুঁজে বের করতে হবে রাজ্য সরকারকে।
এদিন যুব কংগ্রেস নেতা অভিযোগ করেন, বর্তমান বিজেপি সরকারের জমানায় রাজ্যে শিক্ষা পরিকাঠামো নেই বললেই চলে। শিক্ষকের অভাবে রাজ্যের কোথাও না কোথাও পড়ুয়া অভিভাবকরা রাস্তা অবরোধ করছেন। তাদের অভিযোগ কেন্দ্রীয় ভাবে প্রশ্নপত্র করার পেছনে রয়েছে অর্থের লেনদেন। আরও অভিযোগ প্রি-বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের পেছনে একটা অর্থের লেনদেন রয়েছে। যুব কংগ্রেস নেতার অভিযোগ বর্তমান রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে। শাহজাহান পূর্বতন শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। বড়দিন উৎসবের পরেই রাজ্য জুড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে আন্দোলনে নামবে যুব কংগ্রেস।