137
আগরতলা : রাজ্যের ছেলে-মেয়েরা খেলাধুলায় উৎসাহী। ত্রিপুরা এগিয়ে যাচ্ছে ক্রীড়া ক্ষেত্রে। সামনের দিকে আরও এগিয়ে যাবে ত্রিপুরা। শুক্রবার আগরতলা বাধারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স ঘুরে দেখে এই আশাব্যক্ত করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন বিকেলে রাজ্যপাল স্পোর্টস কমপ্লেক্স ঘুরে দেখতে যান। উনার সঙ্গে ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব সত্যব্রত নাথ, রাজ্যপালের উপসচিব রতন ভৌমিক সহ অন্য আধিকারিকরা। রাজ্যপাল এদিন পরিদর্শনের সময় কথা বলেন, কোচ, স্পোর্টস স্কুলের আধিকারিক, শিক্ষক সহ ছাত্র- ছাত্রীদের সঙ্গে। রাজ্যপাল ঘুরে দেখেন, টেনিস কোর্ট, টেনিস সেন্টার, হকি মাঠ, হ্যান্ডবল কোর্ট, সুইমিং পুল।