আগরতলা : রাজধানী আগরতলায় বেড়ে চলেছে চুরির ঘটনা। অভিযোগ লোকসভা নির্বাচনের মুখে পুলিসি টহলদারির মধ্যে চুরির ঘটনা ঘটছে। রাতের আঁধারে শহরের বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে চোরেরা। চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানও।ফের রাজধানীর বনেদী শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে চোরের হানা। অভিযোগ মঙ্গলবার রাতে চোরেরা স্কুলের গ্যাস লাইনের পাইপ সহ মিটার বক্স নিয়ে যায়। রাতে ঘটনাটি নাইট গার্ডের নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষককে অবগত করেন।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান বুধবার ঘটনা লিখিত ভাবে পশ্চিম থানায় জানানো হয়েছে। টি এন জি সি এলেরও নজরে নেওয়া হয়েছে ঘটনা যাতে সারাই করে দেওয়া হয় দ্রুত।তিনি আরও জানান এর আগেও চুরির ঘটনা ঘটেছে বিদ্যালয়ে। বিদ্যালয়ের বাউন্ডারি না থাকায় চোরেরা অবাধে ঢুকছে।
নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে চোরের থাবা
149
previous post