আগরতলা : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা হয় রবিবার। প্রদেশ কংগ্রেস ভবনে হয় সাংগঠনিক সভাটি। প্রদেশ কার্যকরী কমিটির সদস্য, জেলা-ব্লক স্তরের সভাপতি, শাখা সংগঠনের নেতৃত্ব এতে অংশ নেন। সভায় সদ্য শেষ হওয়া রাজ্যের দুটি লোকসভা নির্বাচন, আগামীদিনে সংগঠনকে শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন মন্ত্রী মণিন্দ্র রিয়াং, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, অশোক দেববর্মা, অশোক কুমার বৈদ্য, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব।বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, লোকসভা নির্বাচনের রিপোর্ট জেলা স্তরের সভাপতিরা আগেই পাঠিয়েছেন।এর পরেও এদিন জেলা সভাপতিদের কাছ থেকে নির্বাচনের সমস্ত বিষয় অবগত হয়েছেন প্রদেশ নেতৃত্ব। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফলাফল গণনার কাজ যাতে সুচারুভাবে হয় সেবিষয়ে আলোচনা হয়েছে। প্রদেশ সভাপতি আশা প্রকাশ করেন দেশে ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হবে এবং এই জোট ক্ষ্মমতাসিন হবে। জোট ক্ষ্মমতাসিন হলে ত্রিপুরায়ও যেন সংগঠনের বিস্তার করে দল যাতে লাভবান হতে পারে সেই লক্ষে কাজ শুরু করার জন্য বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশিস বাবু আরও জানান রোডম্যাপ তৈরি করা হয়েছে যেখানে যেখানে সংগঠন দুর্বল সেসব জায়গায় পৌঁছানোর।
দেশে INDIA জোট সরকার গঠন করতে চলছে ! ত্রিপুরাতেও তার প্রস্তুতি চলছে
165
previous post