আগরতলা : খোদ রাজধানীতে চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ। কাঠগড়ায় শিবনগরের উদিচি ক্লাব। অভিযোগ ক্লাবের সদস্যরা এক দন্ত চিকিৎসকের বাড়িতে ঢুকে প্রকাশ্যে হামলা করে। ঘটনা জানিয়ে থানায় মামলা। সম্প্রতি ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পূজার চাঁদা নিয়ে যাতে জুলুমবাজি করা না হয়। অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কতিপয় ক্লাব মানুষের উপর চাঁদার জুলুমবাজি চালিয়ে যাচ্ছে। এবার এই ঘটনা খোদ রাজধানীতে।মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে যে ক্লাব গুলি মানছে না তা বৃহস্পতিবার সকালের ঘটনা প্রমান করে দিয়েছে। এদিন দুর্গা পুজার চাঁদার জন্য রাজধানীর উদিচি ক্লাবের সদস্যরা এক পরিবারের উপর জুলুমবাজি চালায় বলে অভিযোগ।ক্লাবের সদস্যরা চাঁদার জন্য এক দন্ত চিকিৎসকের বাড়িতে চড়াও হয়। মারধর করে হয় দন্ত চিকিৎসক প্রিতম দেবরায়, তার ভাই ও বৃদ্ধ মাকে। আক্রান্ত চিকিৎসকের স্ত্রী জানান সকালে উদিচি ক্লাবের সদস্যরা দুর্গা পুজার চাঁদার জন্য আসে।গত বছরও উদিচি ক্লাবের সদস্যরা দুর্গা পুজার চাঁদা নিয়ে ঝামেলা করেছে। এই বছর দেড় হাজার টাকা চাঁদা ধরা হয় তাদেরকে। উনার শাশুড়ি ৫০০ টাকা চাঁদা দিয়ে জানান তার বেশি চাঁদা দেওয়ার ক্ষমতা নেই। অভিযোগ তখন তখন উদিচি ক্লাবের সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করে।ক্লাবের কতিপয় সদস্যদের গালিগালাজ শুনে মহিলার ছোট ছেলে বের হয়ে মোবাইলে ক্যামেরা বন্দি করতে চাইলে মোবাইল ছনিয়ে নেওয়ার চেষ্টা করে ক্লাবের সদস্যা। অভিযোগ মারধর করা হয় চিকিৎসকের ছোট ভাইকে। ঘটনা শুনে চিকিৎসক প্রীতম ঘর থেকে বের হয়ে এলে ক্লাবের সদস্যরা উনাকেও মারধর করে। পরে এলাকার লোকজন বের হয়ে এলে তারা চলে যায়। অভিযোগ যাওয়ার সময় ক্লাবের সদস্যরা হুমকি দিয়ে যায় এলাকাছাড়া করার।ঘটনা জানিয়ে পূর্ব থানার লিখিত অভিযোগ দায়ের করেন তারা। প্রশ্ন উঠছে খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও রাজধানীতে কি করে লোকজনের উপরে ক্লাবের সদস্যরা চাঁদার জন্য জুলুমবাজি করছে? দাবি উঠেছে ঘটনার তদন্তক্রমে প্রশাসন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
খোদ রাজধানীতে চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ উদীচী ক্লাবের বিরুদ্ধে
179
previous post