আগরতলা : আগামী বছরের এপ্রিল মাসে হবে সিপিএম-র পার্টি কংগ্রেস। মাদুরাইয়ে হবে পার্টি কংগ্রেস। এর আগে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যের দলের বিভিন্ন স্তরের সম্মেলন গুলি শেষ করার কাজ চলছে। ত্রিপুরায় এখন চলছে বিভিন্ন মহকুমায় অঞ্চল সম্মেলন গুলি। ৬ নভেম্বর হবে সিপিএম সদর মহকুমার অধীন নতুননগর অঞ্চল সম্মেলন। ১৪ তম অঞ্চল সম্মেলনকে সামনে রেখে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার হয় ফুলের চারা বিতরণ কর্মসূচি। এদিন নতুননগর বাজারে এলাকার লোকজনদের মধ্যে ফুলের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শ্যামল দে, স্থানীয় বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা। শ্যামল দে জানান দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর পর বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন হয়। সেই মোতাবেক নতুননগর অঞ্চল কমিটির সম্মেলন হবে ৬ নভেম্বর। সম্মেলনকে সামনে রেখে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অঞ্চল সম্মেলনকে সামনে রেখে ফুলেন চারা বিতরণ সিপিএম নতুননগর অঞ্চলের
66
previous post