আগরতলা : দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের। মঙ্গলবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল অফিস লেন শিক্ষা ভবনে আসেন। তারা বুনিয়াদি ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে দাবি সনদ পেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা সহ অন্যরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছেন দৃষ্টিহীনদের বিদ্যালয় গুলি। তাই দ্রুত শিক্ষক নিয়োগ, দৃষ্টিহীন পড়ুয়াদের সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা, দৃষ্টিহীন বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৫ দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তারা নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারেন। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে চাকরি ও প্রমোশনের ক্ষেত্রে ৪ শতাংশ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়।
৮ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের
26