54
আগরতলা : অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। ফের এক বাংলাদেশী নাগরিক আটক পুলিসের হাতে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় নেশা জাতীয় সামগ্রী কফসিরাফ। উদ্ধার হওয়া ২৫ বোতল নেশা সামগ্রীর মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। রামনগর ফাঁড়ির পুলিস গোপন খবরের ভিত্তিতে লঙ্কামুড়া এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার উসেইন মিয়াকে আটক করে। তাঁর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে পশ্চিম থানার পুলিস আদালতে সোপর্দ করে। ধারণা বাংলাদেশে পাচারের জন্য হয়তো সে কফসিরাফগুলি নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।