আগরতলা : বিগত দিনের কাজের পর্যালোচনা ও আগামীদিনের কর্মসূচীর রূপরেখা ঠিক করতে ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দ্বিতীয় রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক হয় শনিবার। এদিন আগরতলা গুর্খা বসতি তপশিলি জনজাতি দপ্তরের কনফারেন্স হলে হয় বাইওতজক। এতে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সচিব , অধিকর্তা, জেলা স্তরের আধিকারিক সহ সংশ্লিষ্টরা। বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, তপশিলি অংশের মানুষের জন্য যে কেন্দ্র ও রাজ্যের যেসব স্কিম গুলি রয়েছে সেগুলির বাস্তবায়ন কতটুকু করা হয়েছে, এই মুহূর্তে অগ্রগতি কতটুকু হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া তপশিলি অংশের পড়ুয়াদের জন্য যে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এর এর লক্ষ্যমাত্রা কি ছিল, কতটুকু সাফল্য পাওয়া গেছে , সমস্যা কোথায় তা নিয়েও আলোচনা হয়।এছাড়াও বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে এদিন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বৈঠকে।
দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় এস সি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস
176
previous post