আগরতলা : নারীদের উপরে সংঘটিত অপরাধ-হিংসা বন্ধে রাষ্ট্রকে ভুমিকা নেওয়ার আহ্বান জানানো হয় বিশ্ব মানবাধিকার দিবসে। প্রতিবছরের মতো এবারো বাম নারী সংগঠন সাড়া ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে এই দিবস পালন করা হয়। রবিবার সংগঠনের তরফে আগরতলায় হয় মানব বন্ধন। এদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে হয় এই কর্মসূচী। উপস্থিত ছিলেন বাম নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, রমা দাস,কৃষ্ণা রক্ষিত, ঝর্ণা দাস বৈদ্য, রূপা গাঙ্গুলি সহ অন্যরা।এদিন শপথ বাক্যও পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ- সভানেত্রী রমা দাস।নারী নেত্রী স্বপ্না দত্ত অভিযোগ, বর্তমানে আক্রান্ত মানুষের অধিকার। আজকে মানবা জাতিকে অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে।আধুনিক প্রযুক্তির যুগে গোটা পৃথিবীকে যখন হাতের মুঠোয় তখন অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই কর্মসূচী আগরতলায় পালন করা হয়।
আগরতলায় বাম নারী সংগঠনের মানব বন্ধন শহরে
166
previous post