আগরতলা : রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ যাতে নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন সেজন্য মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচী চালু করা হয়। ২০২৩ সালের ১২ এপ্রিল ডাঃ মানিক সাহা মুখ্যমন্ত্রী সমীপেষু চালু করেন। প্রতি সপ্তাহের বুধবার নিজের সরকারি বাস ভবনে বিভিন্ন জায়গা থেকে আসা প্রত্যাশী লোকজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মানুষ তাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। এই বুধবার ছিল এই অনুষ্ঠানের ২৭ তম পর্ব। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের জেলা- মহকুমার সাধারণ জনতা যাতে সহজে মুখ্যম্নত্রুইর কাছে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন সেজন্য আগামীতে পরিকল্পনা রয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচী পরিচালনা করার। মুখ্যমন্ত্রী সমীপেষুতে এসে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, অধিকাংশ লোক আসেন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে। কেউ আর্থিক সমস্যা তো অনেকে আবার অন্যকিছুর জন্যও। তিনি জানান লোকজনের সমস্যা সুরাহার জন্য সঙ্গে সঙ্গেই আধিকারিকদের বলা হয়। সামাজিক কাজে কোন সমস্যার সুরাহা করা গেলে সে বিষয়েও কথা বলা হয় সংশ্লিষ্টদের সঙ্গে।
মুখ্যমন্ত্রী সমীপেষুতে এসে বহু মানুষ উপকৃত হচ্ছেন
163