আগরতলা : নেশা থেকে যুবদের বের করে আনতে বিনামূল্যে শিবির করে পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিল রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগার। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যরা। তিনি জানান রাজ্যে বিভিন্ন প্রান্তে নেশার রমরমা। নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ। এই অবস্থায় নেশা মুক্ত রাখতে বিনামূল্যে প্রতি মাসে দুইবার শিবির করা হবে। ৩০ জুলাই এই শিবিরের সূচনা হবে। এই শিবির থেকে সমগ্র রাজ্যের মানুষ পরিষেবা গ্রহণ করতে পারবে। যারা নেশায় আসক্ত তাদের এই শিবিরে পরিষেবা দেওয়া হবে। বিশিষ্ট চিকিৎসক দিব্যেন্দু রায়ের নেতৃত্বে চিকিৎসকরা পরিষেবা প্রদান করবেন। প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহে এই শিবির করা হবে। শিবিরে সমগ্র রাজ্য থেকে ১৫ জন করে রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে। সভাপতি জানান, রাজ্যের যে কোন প্রান্তের যুবক- যুবতিরা এই শিবিরে এসে বিনা মূল্যে পরিষেবা গ্রহণ করতে পারবেন। লাল বাহাদুর ব্যায়ামাগারের এই ধরণের উদ্যোগ প্রশংশনিয়।
নেশাসক্তদের সুস্থ করতে শিবির করবে লালবাহাদুর
165