আগরতলা : দুর্গা পূজার প্রাক- মুহূর্তে চোরের উৎপাত বেড়ে চলেছে। পুলিসি ভূমিকা নিয়ে উঠছে জনমনে প্রশ্ন। এবার রাজধানীর প্রাণ কেন্দ্রে একই রাতে তিন দোকানে থাবা বসালো চোরের দল। ঘটনা বুধবার রাতে রাজধানীর পূর্ব থানা এলাকায়।রাতের বেলায় চোরেরা তিনটি দোকানের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে চোরেরা। দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এক দোকানের মালিক জানান উনার দোকানের ক্যাশ বাক্স থেকে চোরেরা আনুমানিক ৭৬ হাজার টাকা নিয়ে গেছে। অপর অন্য এক দোকান থেকে টাকা না পেলেও কাপড় নিয়ে গেছে কিনা বুঝতে পারছেন না মালিক। বৃহস্পতিবার দোকানের মালিকরা দোকান খুলতে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন।খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোক দেখানো তদন্ত শুরু করেছে। এভাবে এক রাতে তিন দোকানে চুরির ঘটনায় রাজধানীতে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের শহরে পুলিসি টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন।
এক রাতে রাজধানীতে পর পর তিন দোকানে চুরি
314
previous post