আগরতলা : আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের। দপ্তরের উদ্যোগে মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। আনন্দনগর পশু হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীনগর পঞ্চায়েত, আনন্দনগর পঞ্চায়েত, পশ্চিম আনন্দনগর পঞ্চায়েত, মহেশখলা পঞ্চায়েত, জারুল বাচাই পঞ্চায়েত, মলয় নগর পঞ্চায়েত এবং আগরতলা পুর নিগমের ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের সুবিধাভোগীদের হাতে এদিন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডুকলি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা। তিনি জানান বন্যার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বন্যায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে এদিন অর্থ রাশি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা এখনো সহযোগিতা পায়নি, তাদেকেও চিহ্নিত করে আগামী দিনে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারা পুনরায় পশু পালন শুরু করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। একই সাথে এদিন একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ বন্যার পর পশুদের বিভিন্ন রোগ হচ্ছে। ইতিমধ্যে বহু পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। তাই এই সম্পর্কে পশু পালকদের সচেতন করার জন্য আলোচনা সভা।
ক্ষতিগ্রস্ত প্রাণী পালকদের আর্থিক সাহায্য করা হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে
46