আগরতলা : ১০০ বছরে পদার্পণ করলো ভারতের কমিউনিস্ট পার্টি।বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস। রাজধানীর কৃষ্ণনগরস্থিত সিপিআই অফিসের সামনে দিনটি পালন করা হয়। সেখানে এদিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই-র রাজ্য সম্পাদক যুধিষ্ঠির দাস, সহ সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্যরা। দলের রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য জানান বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি ১০০ তম বছরে পা দিয়েছে। ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর উত্তর প্রদেশের কানপুর শহরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বাজেয়াপ্ত ঘোষণা করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি একটা শোষণ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে।এদিন হলসভাও করা হয়।
১০০ বছরে পদার্পণ করলো ভারতের কমিউনিস্ট পার্টি
40
previous post