আগরতলা : রক্তদান হল সবচেয়ে বড় মানব ধর্ম। রক্ত দান করলে রক্ত দাতা কোন রোগে আক্রান্ত কিনা তা জানা যায়। রক্ত ছাড়া বাচা যায় না। রক্ত মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন করে। কেউ যদি মনে করে বাজার থেকে রক্ত ক্রয় করবে, এটাও সম্ভব নয়। শুক্রবার রাজধানীতে এক রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে হয় রক্তদান শিবির। রাজধানীর অরুন্ধতীনগর পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড অফিসে রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার , ওয়ার্ডের কর্পোরেটর সহ বিশিষ্টজনেরা। এদিন অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহ দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখার রয়েছে। শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে হয় রক্তদান শিবির
22