ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল অস্মিতা সিটি লীগের

আগরতলা : ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল অস্মিতা সিটি লীগের। সাঁতার এবং জুডো এই দুইটি ইভেন্টে মহিলাদের খেলো ইন্ডিয়া অস্মিতা লীগ প্রতিযোগিতা হয় রবিবার। প্রতিযোগিতার আয়োজন করে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স।উদ্বোধনি অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ অধিকর্তা প্রবালকান্তি দেব, বিপ্লব কুমার দত্ত, পদ্মশ্রী দীপা কর্মকার, ত্রিপুরা স্পোর্টস স্কুলের অধ্যক্ষা ড. ভারতী নিগম, সাই-এসটিসি আগরতলার ইনচার্জ অরিন্দম গগৈ সহ অন্যান্যরা। বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুলে সাঁতার এবং পাশের ইনডোর হলে জুডো প্রতিযোগিতা হয়। সাঁতার প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৯ বয়স ভিত্তিক দুটি গ্রুপে হয়। জুডোতে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব -১৭ এবং অনূর্ধ্ব -১৯ তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়। দুটো ইভেন্টে বিভিন্ন স্পোর্টস কোচিং সেন্টার এবং সাই এক্সিলেন্স সেন্টার থেকে মহিলা সাঁতারু এবং জুডোকারা অংশ গ্রহণ করে। আসর ঘিরে খেলোয়াড়দের মধ্যে ভালো সাড়া পড়ে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে