বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দুটি পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা : বর্তমান রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করার লক্ষ্যে দুটি পৃথক রাজ্য-স্তরের কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি ও রাজ্য সরকার। আর এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে।

 

রবিবার আগরতলায় সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে এখবর জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এবিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ২০২৩ সালে আজকের দিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল এবং এই ফলাফলে ভারতীয় জনতা পার্টি বিজয় অর্জন করেছিল। আর সেদিনটি ছিল একটি নস্টালজিক মুহূর্ত। অনেক লোক অনেক কিছু বলেছিলেন, দাবি করা হয়েছিল যে বিজেপি আর ক্ষমতায় ফিরে আসবে না এবং ২০২৩ সালে বিজয় অর্জন করতে পারবে না তারা। সিপিএম এবং কংগ্রেস আঁতাত করে লড়াই করেছিল। কিন্তু মানুষ তাদের গ্রহণ করেনি এবং আমরা ফের বিজয় অর্জন করি। আমরা জনগণের প্রতিনিধি এবং আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই।

 

মুখ্যমন্ত্রী আরো বলেন, আমরা ৮ ই মার্চ মন্ত্রিসভা গঠন করেছি। আর এই বিষয়টি মাথায় রেখে সরকারের পক্ষ থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি রাজ্য-স্তরের কর্মসূচির আয়োজন করা হবে। এছাড়াও দলীয়ভাবে আরো একটি পৃথক কর্মসূচি করা হবে, যেখানে হাজার হাজার কার্যকর্তা অংশগ্রহণ করবেন। আমি আশাবাদী যে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের কাজকর্ম ও কৃতিত্ব নিয়ে সেখানে আলোচনা করা হবে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করছি এবং তাদের সম্ভাব্য যোগদানের অপেক্ষায় রয়েছি।

 

ত্রিপুরা মেডিকেল কলেজ নিয়ে অভিযোগ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, এবিষয়ে অবগত হওয়ার পর আমি নির্দেশ দিয়েছি যাতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়। যদি এই সংক্রান্ত বিষয় হয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে