এবার দুই মহিলা নেশাপাচারকারীকে জালে তুলল জিআরপি ও আরপিএফ

আগরতলা : এবার দুই মহিলা নেশাপাচারকারীকে জালে তুলল জিআরপি ও আরপিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় তিন লক্ষাধিক টাকার গাঁজা। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।রবিবার রাতে আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আর পি এফ যৌথভাবে অভিযান চালিয়ে গাঁজা সহ দুই মহিলা পাচারকারিকে গ্রেপ্তার করে আগরতলা রেল স্টেশন থেকে। ধৃত দুই মহিলার কাছ থেকে উদ্ধার হয় ২১ কেজি ৬৫ গ্রাম গাঁজা। আগরতলা জিআরপি থানার ওসি জানান ধৃত দুই মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। ধৃতরা হল বিহারের পাটনার বাসিন্দা সুনিতা দেবী এবং অপরজন হলেন বিহারের বৈশালী জেলার বাসিন্দা রিতা দেবী। তিনি আরও জানান ধৃতদের সাথে অন্য কেউ যুক্ত থাকতে পারে। তাই তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ বিভিন্ন ভাবে বহিঃরাজ্যে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা অবৈধ ভাবে নেশাকারবারিরা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে