স্থানীয় তরমুজ এখনও না আসায় বহিঃ রাজ্যের তরমুজ রাজ্যের বাজারে

আগরতলা : রাজ্যের বাজারে চলে এলো রসালো তরমুজ। স্থানীয় নয়, বহিঃরাজ্যের রসালো তরমুজ জায়গা করে নিচ্ছে রাজ্যের বাজার। তবে বর্তমানে দাম অনেকটাই ক্রেতাদের হাটের নাগালের মধ্যেই। ফাল্গুন মাস হলেও দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গরম থেকে মানুষ কিছুটা স্বস্তি পেতে ঠাণ্ডা পানীয় যেমন পান করেন তেমনি ডাব, তরমুজেরও চাহিদা বেড়ে যায়। তবে গত বেশ কিছু বছর ধরে রাজ্যে তরমুজের উৎপাদন নেই বললেই চলে। সোনামুড়ার সেই সুস্বাদু তরমুজ এখন আর নেই। কৃষকরা সেভাবে লাভের মুখ না দেখায় তরমুজের পরিবর্তে সবজি চাষের উপর জোর দিয়েছে কৃষকরা। বহিঃরাজ্যের তরমুজ বর্তমানে রাজ্যের চাহিদা মেটাচ্ছে। বর্তমানে সারা বছরই পাওয়া যায় তরমুজ। তবে দাম কিছুটা বেশি থাকে। গত কিছুদিন ধরে গাড়ি গাড়ি ভর্তি তরমুজ আসছে রাজ্যে। ফলে তরমুজের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে গাড়ি গাড়ি তরমুজ এসে পৌছায় রাজ্যে। তরমুজ ব্যবসায়ীরা জানান পাইকারী প্রতি কেজি তরমুজ ২০ টাকা করে বিক্রয় হচ্ছে। খুচরা তরমুজ প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা করে বিক্রয় হচ্ছে। তবে বেশিরভাগ তরমুজ আসছে বহিঃরাজ্য থেকে। রাজ্যে উৎপাদিত তরমুজ এখনো বাজারে আসেনি। তবে গরম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তরমুজের চাহিদা বাড়বে বলেই ধারণা বিক্রেতাদের।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে