টিএনজিসিএল-র দক্ষিন জোনের গ্রাহক সেবা কেন্দ্রের অফিস অন্যত্র সরানোর প্রতিবাদ

আগরতলা : অফিস অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদ জানাল গ্রাহকরা। ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ।রাজধানীর কবিরাজটিলা স্পোর্টস স্কুল রোডে টিএনজিসিএল-র দক্ষিন জোনের গ্রাহক সেবা কেন্দ্রের অফিস রয়েছে। দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে অফিসটি সেখানে রয়েছে। অভিযোগ সম্প্রতি অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। বিষয়টি জানার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পরে। সোমবার অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অফিসের মালপত্র নেওয়ার প্রস্তুতি চলছিল। তখনই স্থানীয়রা একত্রিত হয়ে বাধা দান করে। স্থানীয়দের দাবি অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না। অফিসটি সেখান থেকে সরিয়ে কৃষ্ণনগর এলাকায় নিয়ে গেলে তাদের সমস্যা হবে। এইদিন স্থানীয়রা অফিসটিতে গিয়ে কর্মীদের সাথে কথা বলে। কিন্তু কর্মীরা জানিয়ে দেয় তাদের কিছু করার নেই। তাদের কাছে নির্দেশ এসেছে অফিসটি সরিয়ে নেওয়ার। তখন স্থানীয়রা অফিসটিতে তালা ঝুলিয়ে দেয়।এখন দেখার কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়?

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে