দাবি জানিয়ে এলেও জেলের ওয়ার্ডেন নিয়োগ থমকে

আগরতলা : থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। হতাশ চাকরি প্রত্যাশীরা। কয়েকদিন পর পর আন্দোলন চালিয়ে এলেও ২৪৯ জন কারা দপ্তরে ওয়ার্ডেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। অভিযোগ দপ্তর কোন সুরাহ করছে না। ২০২২ সালের জেল পুলিসে ২৪৯ জন জেল ওয়ার্ডেন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপর যথারীতি চাকুরি প্রত্যাশীদের শারীরিক মাপ নেওয়া হয়। শারীরিক মাপ নেওয়ার পর এখনো পর্যন্ত কোন তালিকা প্রকাশ করা হয়নি।তাই সোমবার ফের একবার ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের কাছে ডেপুটেশন দেয়।তাদের দাবি অতিসত্বর যোগ্যদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ সম্পন্ন করার। তবে এখন দেখার এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে দপ্তর কি পদক্ষেপ নেয়?

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন