৮ দফা দাবিতে জল সম্পদ দপ্তরের মুখ্যবাস্তুকারের অফিসে স্মারকলিপি কৃষকসভার

AIKS organized a mass deputation seeking restoration of irrigation facilities destroyed in floods at Agartala 13

আগরতলা : মুখ থুবড়ে বিভিন্ন জায়গায় জলসেচ ব্যবস্থা। বিজেপি শাসনে জল সেচ ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি বলে অভিযোগ। সমস্যায় কৃষকরা। এসব সমস্যা সহ ৮ দফা দাবিতে রাস্তায় কৃষকসভার পশ্চিম জিলা কমিটি। বুধবার রাজধানীতে মিছিল করে হেরিটেজ পার্ক সংলগ্ন জল সম্পদ দপ্তরে ডেপুটেশান প্রদান করল সারা ভারত কৃষক সভা। মূলত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন ডেপুটেশান দেওয়া হয় জল সম্পদ দপ্তরে। সারা ভারত কৃষক সভার কর্মী সমর্থকরা এদিন প্রথমে সার্কিট হাউসের সামনে থেকে সুবিশাল মিছিল বের করে। মিছিলের সামনে ছিলেন সারা ভারত কৃষকসভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলটি হেরিটেজ পার্ক সংলগ্ন জল সম্পদ দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল জল সম্পদ দপ্তরের কার্যালয়ে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করে। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর জানান বহু এলআই স্কিম বিকল হয়ে পড়েছে। ফলে সেচের অভাবে সবজি চাষ ব্যাহত হচ্ছে। এখন দেখার দপ্তর কি ব্যবস্থা নেয় সমস্যা নিরসনে।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী