অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টেরিয়াল স্টাফস অর্গানআইজেশন অভিনন্দন জানাল সরকারকে

আগরতলা : রাজ্য সরকারকে অভিনন্দন জানাল অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টেরিয়াল স্টাফস অর্গানআইজেশন।রাজ্যে সমগ্র শিক্ষায় কর্মরত মিনিস্টেরিয়াল কর্মচারীদের ২০১৮-র আর ও পি মোতাবেক বেতন দেওয়ার সিদ্ধান্ত সম্প্রতি নিয়েছে রাজ্য সরকার। এজন্য সরকার অভিনন্দন জানাল অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টেরিয়াল স্টাফস অর্গানআইজেশন। বুধবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় টি জি ই এফ জেকশন গেট অফিসে। অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টেরিয়াল স্টাফস অর্গানআইজেশনের সাধারণ সম্পাদক বিপ্লব গিরি। তিনি জানান, সমগ্র শিক্ষায় কর্মরত কর্মচারীদের বেতন কাঠামো সংশোধিত করায় রাজ্য সরকারের মহতী উদ্যোগের প্রশংসা করেন। এতে সমগ্র শিক্ষার মিনিস্টেরিয়াল কর্মীদের আর্থিক স্বচ্ছলতা অনেকাংশে বেড়েছে। সংগঠন আশা প্রকাশ করে বিভিন্ন রাজ্যের মতো সমগ্র শিক্ষায় কর্মরত কর্মচারীদের চাকরিতে নিয়মিতকরণ করার বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। সাংবাদিক সম্মেলনে ছিলেন টি জি ই এফের মহাসচিব সমর রায়, কর্মচারী নেতৃত্ব সঞ্জীব চক্রবর্তী সহ অন্যরা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি