পুলিস সুপারের কাছে ডেপুটেশন সিপিএম নেতৃত্বের

আগরতলা : সিপিএম নেতৃত্বের উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি-র কাছে স্মারকলিপি। সোমবার দলের তরফে পশ্চিম জেলার পুলিস সুপারের কাছে ডেপুটেশন দেয় ৬ জনের প্রতিনিধি দল।প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা সমর চক্রবর্তী, মধু সূদন দাস, কৃষ্ণা রক্ষিত, শ্যামল দে, ঝলক মুখারজি সহ অন্যরা। তারা এস পির কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সিপিএম নেত্রী কৃষ্ণা রক্ষিত জানান রামনগর বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে হয় এই হামলা। পুলিস সুপার আশ্বাস দিয়েছেন ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য ২২ মার্চ রাজধানীর জয়পুরে স্থানীয় ইস্যুতে সিপিএম পথ সভা করছিল। অভিযোগ তখন বিজেপির পরিচিত দুর্বৃত্তরা সিপিএম এর সভায় হামলা করে। এতে সিপিএম জেলা সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলি সহ কয়েকজন আহত হন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র