জাত নিয়ে মন্ত্রী রতন লাল নাথের মন্তব্যের প্রতিবাদ সিপিএম-র

আগরতলা : বিরোধী দলনেতাকে জাত নিয়ে মন্ত্রী রতন লাল নাথের আক্রমণের বিরুদ্ধে রাজপথে নামলো সিপিএম। মঙ্গলবার সিপিএম পশ্চিম জেলা কমিটির তরফে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এদিন মেলারমাঠ থেকে বের হয় মিছিল। স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে সভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিল থেকে দাবি জানানো হয় মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মিছিলে ছিলেন সিপিএম নেতা মানিক দে, ভানু লাল সাহা, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যরা। তারা কড়া সমালোচনা করেন বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথের মন্তব্যের জন্য। তাদের অভিযোগ ফ্যাসিবাদিরা সব সময় জাতি বিদ্বেষী হয়। বিধানসভায় জঘন্য নজির স্থাপন করা হয়েছে মন্ত্রী রতন লাল নাথের এ ধরণের মন্তব্য।বিরোধী দলনেতার সঙ্গে মন্ত্রীর অশোভন আচরণ বিধানসভার ইতিহাসে নজিরবিহীন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র