দুর্জয়নগরে বিদ্যুতের কন্ট্রোল রুমে কাজ করতে গিয়ে আহত দুই

আগরতলা : ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুই বিদ্যুৎ কর্মী।বৃহস্পতিবার এই ঘটনা দুর্জয়নগরে।বিদ্যুৎ-র কন্ট্রোল রুমে কাজ করতে গিয়ে আহত হল এরা। আহতরা হল নির্মল রায় ও জগদা নন্দ সরকার। নির্মল রায়ের বাড়ি কালি বাজার এলাকায়। অপরদিকে জগদা নন্দ সরকারের বাড়ি দুর্জনগর কোপারেটিভ এলাকায়। তারা দুর্জয়নগর বিদ্যুৎ-র সাব স্টেশনে কাজ করতে গিয়ে আহত হয়।দুর্জয়নগর বিদ্যুৎ-র সাব স্টেশনের কন্ট্রোল রুমে কাজ করতে যান তারা। তখন আচমকা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। জগদা নন্দ সরকারের একটি হাত ঝলসে যায়। অপরদিকে নির্মল রায়ও আহত হয়। তাদের চিৎকার শুনে দুর্জয়নগর সাব স্টেশনে কর্মরত অন্যান্য কর্মীরা তাদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর নির্মল রায়কে জিবি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে জগদা নন্দ সরকার বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়ে কি কাজ করছিলেন না তারা? কোথায় গাফিলতি?

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল