রাহুল গান্ধী ও সর্বভারতীয় কংগ্রেস সভাপতি ত্রিপুরা সফরে আসতে পারেন সহসা- আশিস

আগরতলা : ত্রিপুরা সফরে আসবেন সহসাই সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। আসতে পারেন জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে একথা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংগঠনিক কাজে সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দিল্লি সফরকালে তিনি দেখা করেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আশিস বাবু জানান দুইজনকেই ত্রিপুরা সফরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানান সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনিপুর ও ত্রিপুরার কংগ্রেস সভাপতির সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেছেন। রাজ্যের সার্বিক পরিস্থিতির বিষয়ে রাহুল গান্ধিকে অবগত করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দলের সাংগঠনিক অবস্থার বিষয়ে রাহুল গান্ধিকে অবগত করা হয়েছে। এদিকে তারিখ ঠিক না হলেও রাহুল গান্ধী ত্রিপুরা সফরে আসবেন এই খবরে কংগ্রেস কর্মীদের মধ্যে খুশির হাওয়া।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল