মুখ্যমন্ত্রীর পরিদর্শনে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ত্রুটি ধরা পড়েছে আই জি এম হাসপাতালে

আগরতলা : রাজ্যের বহু পুরনো হাসপাতাল আই জি এম। আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে এই হাসপাতালটি  হওয়ায় হাসপাতালের উপর চাপ বেশি। তারপরও চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাদের সাধ্যমতো চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। প কিছু কিছু জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। যে সকল ঘাটতি গুলি নজরে এসেছে সেই গুলি পূরণ করার জন্য আলোচনা করা হবে। শনিবার আই জি এম হাসপাতাল পরিদর্শন শেষে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, পরিষেবার শেষ নেই। কোনধরনের আগাম খবর না দিয়ে হাসপাতাল গুলি পরিদর্শন করলে ঘাটতি গুলি প্রত্যক্ষ করা যায়।শনিবার আচমকা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী প্রথমে যান আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে। সেখানে কর্মরত স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকাদের সাথে কথা বলেন । ডেন্টাল কলেজের বিভিন্ন বিষয়ে অবগত হন তিনি। তারপর মুখ্যমন্ত্রী আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান। আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা সরজমিনে খতিয়ে দেখেন। কথা বলেন হাসপাতালে স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের সাথে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র