কংগ্রেসের কুকর্মের কারণে দেশে আলাদা আলাদা ভাবে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হয়—বিপ্লব

আগরতলা : এক দেশ এক ভোট নিয়ে কনভেনশন রাজধানীর রবীন্দ্র ভবনে। অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশা কর্মী ইউনিয়ন, অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা এসোসিয়েশন যৌথ ভাবে এদিন কনভেনশন করে। রাজধানীর রবীন্দ্র ভবনে হয় কনভেনশন এক দেশ এক ভোট নিয়ে। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, মজদুর মনিটরিং সেলের নেতা বিপ্লব কর সহ দুই সংগঠনের নেতৃত্ব। আলোচনা করতে গিয়ে বিপ্লব দেব কংগ্রেসের সমালোচনা করেন দেশে পৃথক পৃথক ভাবে বিধানসভা ও লোকসভা নির্বাচন নিয়ে। তিনি মন্তব্য করেন, কংগ্রেসের কুকর্মের কারণে দেশে আলাদা আলাদা ভাবে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হয়। আর দুই- তিনটা রাজ্যে এক সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়। এক সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট না হওয়ার জন্য কংগ্রেস দল দায়ী। দেশ স্বাধীন হওয়ার পরে লোকসভা ও বিধানসভা নির্বাচন এক সময়েই হতো। কিন্তু কংগ্রেস নিজেদের স্বার্থের জন্য নিজেদের হাতে না থাকা রাজ্য গুলিতে রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতায় আসতো।আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীদের দাবি নিয়ে বিপ্লব দেব বলেন, কংগ্রেস ও কমিউনিস্ট মুখে বললেও তারা কিছু করবে না। কারণ তাদের ক্ষমতা নেই। কিন্তু নরেন্দ্র মোদী যা বলে তাই করে।এদিনের অঙ্গনওয়াড়ী ও আশা কর্মীদের সংগঠনের তরফে পৃথক পৃথক ভাবে দাবি সনদ পেশ করা হয়। অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের মাসিক পেনশন ৫ হাজার ও ৩ হাজার টাকা করা, আশা ফেসিলিটেটরস ও আশা কর্মীদের এন এইচ এম কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় দুই সংগঠনের তরফে

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি