হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ স্থাপনে বহিঃরাজ্যের বিনিয়োগকারীদের সঙ্গে কথা হয়েছে—মুখ্যমন্ত্রী

আগরতলা : রাজ্যে একটি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ স্থাপনের চেষ্টা চলছে।বহিঃরাজ্য থেকে কয়েকজন বিনিয়োগকারিও এসেছে। বহিঃরাজ্য থেকে আগত বিনিয়োগকারিদের হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে বলা হয়েছে। বিশ্ব হোমিওপ্যাথি দিবসে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।১০ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। রাজধানীর প্রজ্ঞা ভবনে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে, অতিরিক্ত সচিব রাজীব দত্ত, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা এইচ পি শর্মা সহ অন্যান্যরা।পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সাফল্যে দিক গুলি মানুষের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন হোমিওপ্যাথি ঔষধের পার্সপ্রতিক্রিয়া নেই। এই বিষয়ে মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে। ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত ১৭৩ জন হোমিওপ্যাথি মেডিক্যাল অফিসার রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।এইবারের বাজেটের ১২.৮৯ শতাংশ অর্থ স্বাস্থ্য ক্ষেত্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যাতে করে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা যায়। ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার প্রসার ঘটেছে। বর্তমানে রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে। লিভার প্রতিস্থাপনের বিষয়ে আলোচনা চলছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র