ইলিশ ছাড়া অন্য মাছ সরকারি স্টলে না মেলায় ক্ষোভ গ্রাহকদের

আগরতলা : মৎস্যমন্ত্রীর ঘোষণা ছিল এক আর বাস্তবে দেখা মিলল ভিন্ন ছবি। বাংলা নববর্ষকে সামনে রেখে প্রত্যেক বাঙালি মেতে ওঠে ভুরিভুজে। কথায় আছে বাঙালির রসনা তৃপ্ত হয় মাছভাতে। নববর্ষে মাছ প্রিয় বাঙালির রসনাতৃপ্ত করতে রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস সোমবার ঘোষণা দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জায়গায় ন্যায্য মূল্যে মাছ বিক্রি করা হবে।মহারাজগঞ্জ বাজারেও ত্রিপুরা এপেক্স ফিশারী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা।কিন্তু মঙ্গলবার মহারাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেল অন্য রকমের চিত্র। শুধুই ইলিশ মাছ এবং সার্ডিন মাছ বিক্রি হচ্ছে এই কেন্দ্রে। যে দামে বিক্রি হচ্ছে বাজারের সঙ্গে পার্থক্য নেই বললেই চলে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বারোশো টাকা প্রতি কিলো দরে।এক কেজি থেকে এক কেজি থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত প্রতি কিলো তেরোশো টাকা দরে। ১ কেজি ২০০ থেকে ১.৫ কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি দরে। সার্ডিন অর্থাৎ কুকিলা মাছ বিক্রি হচ্ছে এক কেজি দেড়শ টাকা দরে। প্রচার এবং বাস্তবে মিল না থাকায় অনেক ক্রেতাই এসে ক্ষোভ প্রকাশ করেন । তাদের বক্তব্য সকল মাছ পাওয়া যাবে প্রচারের কি দরকার ছিল শুধু যদি ইলিশ মাছ বিক্রি করা হতো?

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল