ত্রিপুরা রবীন্দ্র পরিষদের তরফে নববর্ষে অনুষ্ঠান

IMG20250415104625

আগরতলা : রাজ্যে সাহিত্য- সংস্কৃতির একটি প্রতিষ্ঠিত সংস্থা ত্রিপুরা রবীন্দ্র পরিষদ। প্রতিবছর রবীন্দ্র পরিষদের তরফে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। মঙ্গলবার ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে বর্ষবরণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন রবীন্দ্র পরিষদের কর্মকর্তারা। তারা জানান এবছর ৮ জন গুণীজনকে রবীন্দ্র পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বরণ করা হয়েছে। এবছর সমাজ সেবায় উল্লেখ্যযোগ্য দৃষ্টান্ত স্বরূপ অবদানের জন্য রণজিৎ কুমার সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।পাশাপাশি নাট্যশিল্পী রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শুভ্রাংশু চক্রবর্তীকেও সংবর্ধনা দেওয়া হয়েছে রবীন্দ্র পরিষদের তরফে। এছাড়া রাজ্য মহিলা কমিশনের একজন প্রাক্তন সদস্যাকে সংবর্ধনা দেওয়া হয়।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র