জনজাতিদের মধ্যে ব্যাপক উৎসাহ গড়িয়া পূজাকে কেন্দ্র করে

আগরতলা : গড়িয়া পূজাকে কেন্দ্র করে জনজাতিদের মধ্যে ব্যাপক উৎসাহ। রাজ্যের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে হয় জনজাতিদের অন্যতম উৎসব বাবা গড়িয়া পূজা।গড়িয়া বাবা কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। সমাজের প্রত্যেকের মঙ্গল কামনা এবং সমৃদ্ধির জন্য প্রতি বছর এই গড়িয়া পূজার আয়োজন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে আগরতলা শহরের বেশ কিছু স্থানে গড়িয়া পূজার আয়োজন করা হয়েছে। সোমবার আগরতলা শহরের এডভাইজার চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় রাজ্য ও দেশবাসীর মঙ্গল কামনায় গড়িয়া পুজা করা হয়। এদিন সকাল থেকে রীতি মেনে শুরু হয় গড়িয়া পূজা।ত্রিপুরা রাজ্যে বহু বছর আগে থেকে জনজাতি অংশের মানুষ গড়িয়া পূজা করে আসছে। দেশের, রাজ্যের, সমাজের সকলের মঙ্গল কামনা করে গড়িয়া বাবার পূজা করা হয়ে থাকে। উৎসবকে কেন্দ্র করে প্রায় সব জায়গায় লোকজনের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন