স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া ও বর্ষবরণ উৎসবে ছিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা : জনজাতিদের অনেক বাদ্য যন্ত্র রয়েছে। যেগুলি হারিয়ে যেতে বসেছে। সেগুলিকে বাঁচিয়ে রাখার জন্য এবারের বাজেটে ৩ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।গড়িয়া ও বর্ষবরণ উৎসবে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে তথ্য সংস্কৃতি দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর ও পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় গড়িয়া ও বর্ষবরণ উৎসব ।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিল্পীরা এইদিন গড়িয়া নৃত্য, ধামাইল নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আসামের বিহু, পশ্চিম ভারতের সমুদ্র পূজা, দক্ষিন ভারতের উনম এবং নবান্ন উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসব পালন করা হয়। জনজাতিদের অনেক নৃত্য রয়েছে। এই নৃত্য গুলিকে অনেকে দেখে নি। প্রতিটি নৃত্যকে বাচিয়ে রাখতে হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স পুরুস্কার প্রদান করেছেন গোমতী জেলা ও গঙ্গানগর ব্লককে। এটা আনন্দের বিষয়। ত্রিপুরা রাজ্যকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গড়িয়া পূজাকে সামনে রেখে জাতি জনজাতিদের মধ্যে একটা মেল বন্দন তৈরি হয়েছে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি