একই দিনে পাঁচটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা : একই দিনে পাঁচটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার আমতলী দ্বাদশ স্কুল থেকে ভার্চুয়াল মুখ্যমন্ত্রী এগুলির উদ্বোধন করেন। মঙ্গলবার আমতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সাথে মুখ্যমন্ত্রী এদিন ভার্চুয়ালি হেনরি ডিরোজিও একাডেমি, গান্ধীগ্রাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, তালতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ইন্দ্রনগর উচ্চ বিদ্যালয় এবং নন্দননগর দ্বাদশশ্রেণী বিদ্যালয়ে নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন,শিক্ষা বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার ক্ষেত্র। জাতীর অগ্রগতি শিক্ষা ছাড়া সম্ভব নয়। তাই সরকার কোন জায়গায় খামতি রাখতে নারাজ বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান শিক্ষার সামগ্রিক বিকাশ না হলে একটা রাজ্য কিংবা একটা দেশ কোন ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না।রাজ্যে নতুন নতুন কলেজ, বিশ্ব বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পে বাছাই করা ১৪০ জন ছাত্রীকে বিনামূল্যে সরকার থেকে স্কুটি প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন,বিভিন্ন বিদ্যালয়ে মিড-ডে-মিলে পড়ুয়ারা যেন ভালো খাবার পায় তার জন্য ৩ হাজার ১৩৪ টি বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র