বনমালিপুর- রণজিৎনগর সংযোগ সংঘ এলাকা পরিদর্শন মেয়রের

আগরতলা : দুই দিন আগে প্রাক- বর্ষায় এক পশলা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জমে যায় জল। কোথাও কোথাও কিছু সময় লাগে জল নামতে। এর মধ্যে একটি এলাকা হল রাজধানীর বনমালিপুর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন, মুখ্যমন্ত্রীর বাসভবন সহ আশপাশ এলাকা। অভিযোগ এলাকার বিভিন্ন রাস্তায় কিছুটা সময় জল আটকে ছিল। যদিও শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করতে বিভিন্ন জায়গায় চলছে স্মার্ট সিটি প্রকল্প, নগর উন্নয়ন ও পুর নিগমের কাজ চলছে কভার ড্রেনের। জল জমার কারণ খুঁজে বের করতে এবং নিরমিয়মান কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কর্পোরেটর সুখময় সাহা, পুর নিগমের প্রাক্তন কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। তারা এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন জল জমা ড্রেন ও রাস্তা গুলি ঘুরে দেখেন। পড়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, জল জমার কারণ খুঁজে বের করতে গিয়ে দেখা গেছে ড্রেন গুলি পরিসর বাড়াতে হবে। তিনি জানান পরবর্তী সময়ে এই কাজগুলি করা হবে। পাশাপাশি মেয়র জানান কভার ড্রেন গুলি ঠিক ভাবে করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। তিনি দাবি করেন গুণমান বজায় রেখেই কাজ করা হচ্ছে। এদিকে এদিন মেয়র ঘুরে দেখেন রঞ্জিতনগর সংযোগ সংঘ এলাকা। পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এলাকার বহু পুরানো কালি মন্দিরটিকে পাকা করার সিদ্ধান্ত নিয়েছে।কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র