সোসাইটিকে এগিয়ে নিতে চাইলে সব কিছুতে রাজনীতি করা যায় না—প্রদ্যোত

আগরতলা : অপরাধীর কোন জাত ধর্ম হয় না। অপরাধী তো অপরাধীই হয়। এটাই হল একতা। সোসাইটিকে এগিয়ে নিতে চাইলে সব কিছুতে রাজনীতি করা যায় না। এজন্যই ধর্মের নামে কোন রাজনীতি করেন নি। শুক্রবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানে একথা বললেন তিপ্রা মথার প্রধান তথা এ ডি সির এম ডি সি প্রদ্যোত কিশোর দেববর্মণ। এ ডি সি এলাকার মহিলার আর্থিক ভাবে স্বাবল্মবি করতে এগিয়ে এসেছে এ ডি সি প্রশাসন। কিভাবে ভাবে লোকজনকে সাহায্য করা হচ্ছে। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের মধ্যে বিলি করা হয় পাছড়া তৈরির সুতো। আগরতলা টাউন হলে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এম ডি সি প্রদ্যোত কিশোর দেববর্মণ ছাড়াও এ ডি সির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, সাংসদ কৃতি দেবী সিং, চেয়ারম্যান জগদিশ দেববর্মা সহ অন্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে চাইলে রাজনীতিকে পেছনে রাখতে হবে। মনুষ্যকে ভগবান সৃষ্টি করেছে আর পার্টি মনুষ্য তৈরি করেছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র