মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে ক্যান্সার হাসপাতালে চালু হয় দপ্তরের হেল্প ডেস্ক

আগরতলা : ক্যান্সার আক্রান্তরা যাতে সহজে সামাজিক ভাতা পেতে পারেন সেজন্য এগিয়ে এলো সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর। বৃহস্পতিবার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে দপ্তরের পক্ষ থেকে খোলা হল হেল্প ডেস্ক।এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক সুচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। সাথে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকরা।বিভিন্ন সময় দেখা যায় বহু ক্যান্সার আক্রান্ত রোগী সামাজিক ভাতা থেকে বঞ্চিত। ফলে চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রে তাদের সমস্যা হয়। বিষয়টি অনুধাবন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। যে সকল ক্যান্সার আক্রান্ত রোগী সামাজিক ভাতা থেকে বঞ্চিত তারা যেন সহজে ভাতার জন্য আবেদন করতে পারে তার জন্য অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে খোলা হল ডেস্ক। দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বর্তমানে প্রায় ৪ হাজার ক্যান্সার আক্রান্ত রোগী সামাজিক ভাতা পেয়ে থাকেন। এছাড়াও আরও দেড়শ ক্যান্সার আক্রান্ত রোগী ভাতার জন্য আবেদন করেছেন। সেই গুলিও মে মাসের মধ্যে অনুমোদন দিয়ে দেওয়া হবে। তিনি বলেন, কোন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হলে প্রথমে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন, তারপর সিডিপিও অফিসে গিয়ে ভাতার জন্য আবেদন করেন। এতে করে ভাতা পেতে কিছুটা বিলম্ব হয়ে যায় ঐ রোগীর। এখন থেকে ক্যান্সার আক্রান্ত কোন রোগী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসলে এই হেল্প ডেস্কে ভাতার জন্য আবেদন করতে পারবেন। এই হেল্প ডেস্কে ভাতার জন্য আবেদন করলে দ্রুততার সাথে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ভাতা প্রদান করা হবে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি