৫ টি বিদ্যালয়ের নতুন পাকাভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা : বিজেপি সরকার আসার পড়ে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৬৮৮৭ জন বিভিন্ন স্তরের শিক্ষক- শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের গুণগত শিক্ষা দেওয়ায় হচ্ছে মূল উদ্দেশ্য। শিক্ষকদেরও অনেক আপডেট করতে হবে। এক জায়গায় বসে থাকলে চলবে না। ছেলে- মেয়েদের প্রকৃত অর্থে তৈরি করার সুযোগ ভগবান শিক্ষকদের দিয়েছে। ৫ টি স্কুলের নব নির্মিত পাকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে একই দিনে উদ্বোধন হয় ৫ টি স্কুলের নবনির্মিত ভবনের। প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে গড়ে উঠে এসব ভবন। শুক্রবার রাজধানীর রামনগর উচ্চতর মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই হয় অনুষ্ঠান।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধায়ক দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেভেল হেমেন্দ্র কুমার সহ অন্যরা। সেই অনুষ্ঠান থেকে ভার্চুয়াল মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন বড়কাঠালিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, দারোগামুড়া ইংরেজি মাধ্যম উচ্চবিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও সুকান্ত একাডেমী ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত পাকা ভবনের। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে নিজেদের সময়ের স্কুল গুলির পরিবেশ তুলে ধরে বলেন,ইতিহাস কোন অবস্থায় ভোলা যায় না।একসময় শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার পরিবেশ ছিল সেগুলি ভুলে গেলে চলবে না। এতে করে কয়েকটি প্রজন্ম নষ্ট হয়ে গেছে। এখন সেই পরিবেশ নেই। আগের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার বিরাট পার্থক্য চলে এসেছে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস