৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা : রাজ্যের মাত্র ৪০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল মিটিয়ে দেন। রবিবার মহাকরণে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনায় সোলার বসাচ্ছেন অনেকেই। মিলছে সরকারি ভর্তুকি ও ব্যাঙ্ক লোনের ব্যবস্থা। এই প্রকল্পে সকলকে সোলার বসানোর জন্য ফের আহ্বান জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। রবিবার মহাকরণে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরা। বিদ্যুৎ মন্ত্রী এদিন বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্পে গ্রাহক নিজে যেমন বিদ্যুৎ ব্যবহার করতে পারবে পাশাপাশি বাকি উৎপাদিত বিদ্যুৎ নিগম কিনে নেবে। বিভিন্ন জায়গায় এই যোজনায় নিয়ে চলছে শিবির। মন্ত্রী এদিন আরও জানান বিদ্যুৎ চুরি বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এদিন তিনি তথ্য দিয়ে জানান, রাজ্যে ৯ লাখ ৮৭ গাহার ৮৮৩ জন বিদ্যুতের বৈধ গ্রাহক রয়েছে। এর মধ্যে নিয়মিত বিদ্যুৎ বিল দেন ৪ লাখ ৩২ হাজার ৪৫ জন গ্রাহক। শতাংশের হিসেবে মাত্র ৪০ শতাংশ গ্রাহক বিদ্যুৎ বিল মিটিয়ে দেন। মন্ত্রী জানান আগরতলার মানুষ সবচেয়ে বেশী বিদ্যুৎ বিল মিটিয়ে দেন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র