সিবিএসই বোর্ড পরিচালিত এবছরের উচ্চমাধ্যমিকে পাশের হার প্রায় ৭১ শতাংশ—শিক্ষা সচিব

আগরতলা : সিবিএসই বোর্ড পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা রাজ্যের ছাত্র-ছাত্রীদের পাশের হার প্রায় ৭১ শতাংশ। গত বছরের তুলনায় এই বছর পাশের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ২১ শতাংশ। এইবার ৫ টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের পাশের হার ১০০ শতাংশ। ২৫ টি বিদ্যালয়ের পাশের হার ৯০ শতাংশ। গত বছর মাত্র ২ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ৯০ শতাংশ পাস করেছিল।বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার।মঙ্গলবার সিবিএসই বোর্ড পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের ১২৫ টি বিদ্যাজ্যোতি স্কুল সিবিএসই বোর্ডের অধিন রয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় গত বছরের তুলনায় এই বছর রাজ্যের ছাত্র-ছাত্রীদের ফলাফল ভালো হয়েছে। সিবিএসই বোর্ড পরিচালিত এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা রাজ্যের ছাত্র-ছাত্রীদের পাশের হার ৮৬ শতাংশ। গত বছরের তুলনায় এই বছর প্রায় ২৬ শতাংশ পাশের হার বৃদ্ধি পেয়েছে। গত বছর পাশের হার ছিল প্রায় ৬০ শতাংশ। ১৫ টি বিদ্যালয়ের পাশের হার ১০০ শতাংশ। গত বছর শুধুমাত্র একটি বিদ্যালয়ের পাশের হার ছিল ১০০ শতাংশ।উপস্থিত ছিলেন শিক্ষা অধিকর্তা এন সি শর্মা।

Related posts

অফার লেটার নথিপত্র সহ জমা দিলেন সম্প্রতি শিক্ষা দপ্তরের অধীনে অফার প্রাপকরা

রাজ্য থেকে বিমানে ৪২ জন হজ যাত্রী মদিনার উদ্দেশ্যে রওয়ানা দিলেন

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-র আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদ