বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে ডিজিটাল হসপিটাল সফটওয়ার চালু হয়েছে- মুখ্য সচিব

আগরতলা : বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ঘাটতি দেখা যায়। একমাত্র ডিজিটাল মাধ্যমে সেই ঘাটতি পূরণ সম্ভব। ডিজিটাল ব্যবস্থায় অনেক সুবিধা হয়েছে। ডিজিটাল ব্যবস্থা লাগু সম্ভব হয়েছে সকলের প্রচেষ্টায়। ২০০৩ সালে ডিজিটাল হসপিটাল সফটওয়্যার চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে ডিজিটাল হসপিটাল সফটওয়ার চালু করেছে। এইটা একটা গর্বের বিষয়। শুক্রবার এক কর্মশালায় একথা বললেন মুখ্য সচিব জে কে সিনহা। উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা জেয়া রাঘুল গেশান বি সহ অন্যান্যরা। ডিজিটাল প্রশাসনকে আরও মজবুত করতে জাতীয় ই-গভর্নেন্স বিভাগের সহযোগিতায় শুক্রবার আয়োজন করা হয় কর্মশালার। প্রজ্ঞা ভবনে হয় এই কর্মশালা। কর্মশালায় আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল