রাশিয়ার সেনাপ্রধানকে অপসারণ করলেন পুতিন

নিউজ ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভকে অপসারণ করলেন। তাৎপর্যপূর্ণ ভাবে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে রুশ-ইউক্রেন প্রতিনিধি পর্যায়ের আলোচনার মধ্যেই এই পদক্ষেপ করল ক্রেমলিন।

 

পুতিনের দফতরের তরফে এক বিবৃতি জানাচ্ছে, জেনারেল সালিউকভকে জাতীয় নিরাপত্তা পর্ষদের উপসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পর্ষদই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্টের পরামর্শদাতা সংস্থা। পুতিনই পর্ষদের সভাপতি।

 

যুদ্ধবিরতির লক্ষ্যে ইস্তানবুলে শুরু আলোচনা, তুরস্কে গেলেন না পুতিন, বৈঠকে নেই জ়েলেনস্কিও

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে ইউক্রেনের যুদ্ধ-পরিস্থিতি ও রুশ সেনাদের দুর্দশা নিয়ে মুখ খুলতেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইভান পোপোভকে। রুশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠা ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকেও বরখাস্ত করেছিলেন পুতিন।

 

পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ মনে করছে, সমরাস্ত্র এবং সেনার সংখ্যায় এগিয়ে থাকলেও গত কয়েক মাসের যুদ্ধে প্রত্যাশিত সাফল্য পায়নি রুশ ফৌজ। এমনকি, রাশিয়ার কুর্স্ক ভূখণ্ডের সেনাঘাঁটিগুলিতে একের পর এক হামলা চালিয়েছে জ়েলেনস্কির সেনা। তাই সরতে হল জেনারেল সালিউকভকে। তা ছাড়া, তাঁর বিরুদ্ধে সম্প্রতি আর্থিক দুর্নীতিরও অভিযোগ উঠেছিল।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল