ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে একদিনের কর্মশালা

আগরতলা : পুন্যাশ্লোক রানী অহল্যাবাই হোলকর জন্মজয়ন্তীতে কর্মশালা।ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় কর্মশালা। ৩১ মে পুন্যাশ্লোক রানী অহল্যাবাই হোলকরের ৩০০ তম জন্ম জয়ন্তী। তিনি ভারতবর্ষের প্রাচীন ধর্মস্থান গুলিকে পুনরুজ্জীবিত করেছিলেন। তার মধ্যে বেশিরভাগ ধর্মীয় স্থানকে মোগল আমলে ধ্বংস করা হয়েছিল। পুন্যাশ্লোক রানী অহল্যাবাই হোলকর হিন্দু সমাজের সেই ধর্মীয় স্থান গুলি পুনরুদ্ধার করেছিলেন। তিনি একজন রানিও ছিলেন। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তিনি কাজ করেছিলেন। বর্তমানেও তিনি প্রাসঙ্গিক। তাই এইদিন উনার জন্ম জয়ন্তী উপলক্ষে কর্মশালা করা হয়েছে। পরবর্তী সময় বিভিন্ন জেলা ও মণ্ডল স্তরে উনার জীবনী নিয়ে আলোচনা করা হবে।উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, সাধারন সম্পাদক অমিত রক্ষিত, মহিলা সংগঠনের সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস