বনমালিপুর ও আগরতলা বিধানসভা কেন্দ্রে তিরঙ্গা রেলি

আগরতলা : সম্প্রতি অপারেশন সিঁদুরে সফল ভারতীয় সেনা।তার জন্য ভারতীয় সেনাকে কুর্ণিশ জানিয়ে দেশজুড়ে তেরঙ্গা রেলি সংগঠিত করা হচ্ছে। অনুরূপ ভাবে রাজ্যেও বিভিন্ন বিধানসভা এলাকায় তেরঙ্গা রেলি সংগঠিত করা হচ্ছে। রবিবার বনমালিপুর এলাকায় সংগঠিত করা হয় তেরঙ্গা রেলি। এই তেরঙ্গা রেলিতে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। এদিন চন্দ্রপুর এলাকা থেকে শুরু হয় তেরঙ্গা রেলি। এদিন রেলিটি মোটরস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের নির্বিচারে হত্যা করে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। পরবর্তী সময় ভারতীয় সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দেয়। ভারতীয় সেনাদের সাফল্য গর্বিত ভারতবাসী। আগামীদিনেও ভারতীয় সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে প্রস্তুত। ভারতীয় সেনার মনোবল বৃদ্ধি করার জন্য এইদিন তেরঙ্গা রেলি সংগঠিত করা হয়েছে।এদিন আগরতলা বিধানসভা এলাকায়ও সংগঠিত করা হয় তেরঙ্গা রেলি। ইন্দ্রনগর স্কুল থেকে শুরু হয় এই তেরঙ্গা রেলি। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত, তপন ভট্টাচার্য। দুই জায়গায় রেলি ঘিরে ব্যাপক সাড়া।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি