সিপিএম রাজ্য দপ্তরে শেষ শ্রদ্ধা জানানো হল খোয়াইয়ের বাম নারী নেত্রী গৌরী পালকে

আগরতলা : খোয়াইয়ের প্রয়াত বাম নারী নেত্রীকে ফুলেল শ্রদ্ধা সিপিএম রাজ্য দপ্তরে। সোমবার রাতে জিবি হাসপাতালে প্রয়াত হন গৌরী পাল। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা ছিলেন। ছিলেন পূর্বতন বাম সরকারের সময়ে অবিভক্ত পশ্চিম জিলা পরিষদের সহকারী সভাধিপতিও। বাম নারী সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সদস্যা ও সিপিএম খোয়াই মহকুমা নেত্রীও ছিলেন। মঙ্গলবার গৌরী পালের মৃতদেহ নিয়ে যাওয়া হয় মেলারমাঠস্থিত সিপিআইএম কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিআইএম নেতা নারায়ন কর, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির অন্যতম নেত্রী রমা দাস, স্বপ্না দত্ত, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মৃতদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। নারী নেত্রী রমা দাস জানান প্রয়াত গৌরী পাল নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা ছিলেন। তিনি খোয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন ও জেলা পরিষদের সহসভাধিপতির দায়িত্বও পালন করেছিলেন। গৌরী পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। সিপিএম রাজ্য দপ্তরের আগে নারী সমিতির অফিসেও নিয়ে যাওয়া হয় শবদেহ। সেখানে সংগঠনের পতাকা দিয়ে ঢেকে দেন নেতৃত্ব।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি